Header Ads

আমার জগতে আপনাকে স্বাগতম

প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে.. (কবিতা)


প্রাণঘাতী করোনা

                     মোঃ সাইফুল ইসলাম


করোনা হলো এক প্রাণঘাতী ভাইরাস
এখনও যার নাই কোনো ওষুধ,
সতর্কতা, পরিচ্ছন্নতা আর ইবাদাতে
বাঁচাতে পারে মোদেরকে আল্লাহ মাবুদ

লোকের ভিড়ে মোরা আজ বের হবো না
হাতে হাত কারও সাথে আজ মিলাবো না
সাবান আর হ্যান্ড ওয়াশ দিয়ে
হাত ধুয়ে নাও বারবার,
আতংক নয়, সচেতন হলেই বাঁচতে পারে
জীবন সবার

ঘরেই থেকে চলুন ১৪দিন করি পার,
খুব প্রয়োজনে বাহিরে গেলে
মুখে মাস্ক পরে নিই-
দুরত্ব বজায় রেখে চলি মিটার

সারা বিশ্ব যেন মৃত্যুর খেলাতে মেতেছে,
সেজেছে ভয়াল সাজ,
সর্তকতা, গণসচেতনতা আর বিধাতাই
মোদের বাঁচাতে পারে আজ !

যাদের হয়েছে সর্দি,কাঁশি,জ্বর,
গলাব্যাথ্যা, নিউমোনিয়া,
এখুনিই জানাও ডাক্টারকে, করতে পরীক্ষা

নিজেকে রাখো দূরে, যদি এসে থাকো বিদেশ ঘুরে,
নিজের পরিবার আর সন্তানের সুরক্ষায়-
হোম কোরেনটাইনেই থাকো, যেও নাকো বাহিরে

প্রাণহানীকর এই দুঃসময়ে,
ছড়াইও না কেউ গুজব আর,
যতটুকু পারো, সাহার্য্য আর সচেতনতা গড়ো,
ভালোভাবে ধুয়ে, ভালো করে সিদ্ধ করে,
পরিষ্কার হাতে খাও খাবার

করোনা নেই’ক করুনা !
সাবধানতা ছাড়া তাই বাঁচা যাবে না,
এসো সবাই মিলে নিয়ম মেনে-
ঘরেই থাকি-
সচেতন হয়ে-
সবার জন্য দোয়া করি আর-
বাংলাদেশকে করোনা মুক্ত রাখি।।

(হে আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে এই বিপদের হাত থেকে রক্ষা করো (আমিন))

( লিখনীতে- মোঃ সাইফুল ইসলাম, বুধহাটা, আশাশুনি, সাতক্ষীরা। আলাপন- 01794-495527 )

আমার ক্ষুদ্র সৃষ্টি এই কবিতাটি দয়া করে কেউ কপি করবেন না অথবা নিজের নামে চালিয়ে দেবেন না, এটা আমার একান্ত অনুরোধ, এই দূর্যেোগ মূহুর্তে সবায় খুব সাবধানে থাকুন, সুস্থ্য থাকুন, অন্যকে সচেতন করুন আর লেখাটি ভালো লাগলে লাইক করে কবিতাটি শেয়ার করে দিন। ধন্যবাদ।

 রোনা ভাইরাস কী ? কীভাবে ছড়ায় ?
নোভেল করোনা ভাইরাসের লক্ষণসমূহঃ
এ থেকে বাঁচতে হলে সতর্ক থাকতে হবে, আপাতত সমস্যাটির প্রকোপ না কম হওয়া পর্যন্ত ঘরেই থাকতে হবে, বারবার হ্যান্ডওয়াশ,সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে, কারও সাথে হাত মিলানো উচিত নয়, সবার চলাচলের পথে 2-3 মিটার দুরত্ব বজায় রাখতে হবে, খাবার ভালো ভাবে ধুয়ে, ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।এবং সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.