Header Ads

আমার জগতে আপনাকে স্বাগতম

What is Computer ?- Part-02

Computer কি ?

কম্পিউটারের জনক কে ?
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গনিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহন করেন এবং ইঞ্জিনের নক্সা তৈরী করেন। চার্লস ব্যাবেজের এ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারনা ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তার পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট,স্মৃতি,নিয়ন্ত্রণ ইউনিট এবং ইনপুট/আউটপুট অন্তর্ভূক্ত ছিল।
কম্পিউটারের শ্রেনী বিভাগ:  
ডেটা গ্রহণ ও প্রক্রিয়াকরণের  উপর ভিত্তি করে কম্পিউটারকে মোট ৩টি শ্রেণীতে বিভক্ত করা যায়।
১। এ্যানালক কম্পিউটার: এই কম্পিউটার মূলত পদার্থ বিজ্ঞানে নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটি মূলত পরিবর্তনশীল বৈদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত।
  তরঙ্গের প্রবাহ ও তাপমাত্রা পরিমাপের জন্য এ জাতীয় কম্পিউটার ব্যবহার করা হয়।
২। ডিজিটাল কম্পিউটার: এই কম্পিউটার গানিতের ভিত্তিতে পরিচালিত একটি Counting Device । এর ফলাফল লিখিতভাবে পাওয়া যায়। এই ফলাফল খুবই নির্ভূল । কম্পিউটার বলতে আমরা এই ধরনের         কম্পিউটারকে বুঝি।
৩।  হাইব্রিড কম্পিউটার :  উপরে উল্লেখিত দুই ধরনের কম্পিউটার এর বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে হাইব্রিড কম্পিউটার তৈরী করা হয়েছে।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.