Header Ads

আমার জগতে আপনাকে স্বাগতম

What is Computer ? -Part01

Computer কি ?

কম্পিউটার শব্দটি গ্রীক শব্দ হতে এসেছে। শব্দ থেকে শব্দের উৎপত্তি। কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ গণনাকারী । তবে বাস্তব ক্ষেত্রে বর্তমানে কেবল গণনাই করে না এটা মানুষের চেয়েও নির্ভূলভাবে গানিতিক,যৌক্তিক ও সিদ্ধান্তমূূলক কাজে অতি দ্রুত সমাধান করে দেয়। অর্থাৎ কম্পিউটার হলো একগুচ্ছ যন্ত্রের সমাহার ,যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে ও যৌক্তিক কার্যাবলি নিজস্ব সংকেত রুপান্তর করে দ্রুত সমাধান করে থাকে।সভ্যতার ক্রমবিকাশের বর্তমান পর্যায়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার।

মূলত কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র। এটা অনেকগুলো নির্দেশ স্মৃতিকে ধরে রাখতে পারে এবং প্রয়োজনে সে নির্দেশ সমূহ নিভর্ূূলভাবে সম্পন্ন করতে পারে। তবে কম্পিউটারের নিজের কোন কাজ করার ক্ষমতা নেই। কম্পিউটার আবিষ্কারগণ এবং ব্যবহারকারীগণ বলে দেয় কম্পিউটাওে কি করতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত কম্পিউটার একটি নির্বোধ ইলেকট্রনিক্স যন্ত্র।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.