Header Ads

আমার জগতে আপনাকে স্বাগতম

2019 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি এবং সমমানের) পরীক্ষার ফলাফল ১৭ জুলাই প্রকাশতি হবে।

এই বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি এবং সমমানের) পরীক্ষার ফলাফল ১৭ জুলাই প্রকাশতি হবে  


 ইন্টারন্যাশনাল বোর্ডের সমন্বয়ক উপদষ্টো জিয়াউল হক জানান, ১৭ জুলাই সকালে শিক্ষা প্রতিমন্ত্রী দীপু মনি ১০ টি বোর্ডের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন। সব র্প্রাথী তাদের নিজ নিজ পরীর্ক্ষাথী কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট এবং দুপুর টা থেকে এসএমএস এর  মাধ্যমে তাদের ফলাফল দেখতে পাবে। ১০ টি শিক্ষা বোর্ডের অধীনে ,০৮১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩,৫১,৫০৫ পরীর্ক্ষাথী এইচএসসি এবং সমমানরে পরীক্ষায় উপস্থিত ছিল। মোট ১১,৩৮,৭৪৭ জন পরীক্ষার্থী আট সাধারণ আট সাধারন র্বোড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৮,৪৫১ এবং  র্বোড কারিগরি শিক্ষা র্বোড থেকে অংশ নেয়।


১৭ জুলাই আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আপনি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

রিজাল্ট জানতে নিচের লিংকে ক্লিক করুন

https://www.jessoreboard.gov.bd/result/


নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন।
ঐদিন পরীক্ষার ফলাফল পেতে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার লিখে কমেন্ট বক্সে কমেন্ট  করুন।
তাছাড়াও আমাদের সেন্টারে এসেও পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

আমাদের  ঠিকানা:
সুন্দরবন কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
বুধহাটা বাজার,কবির মার্কেট,আশাশুনি, সাতক্ষীরা।
মোবাঃ 01794495527


No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.