Header Ads

আমার জগতে আপনাকে স্বাগতম

সুরক্ষিত নয় কয়েকলক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড, জানাল ফেসবুক

সুরক্ষিত নয় কয়েকলক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড, জানাল ফেসবুক

সুরক্ষিত নয় কয়েকলক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড।আবারও বিতর্কে ফেসবুক।স্বীকার করে নিল মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুক। মূলত ফেসবুকের অভ্যন্তরীন সিস্টেমে যেকোনও পাসওয়ার্ড এনক্রিপ্টেড বা সাংকেতিক ভাষায় লেখা থাকে। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে ফেসবুক জানিয়েছে, লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড এনক্রিপ্টেড অবস্থায় নেই। রয়েছে কেবল টেক্সট ফরম্যাটে। আর এর ফলে সেই পাসওয়ার্ড সহজেই দেখতে পারেন ফেসবুকের অভ্যন্তরীন সিস্টেমের সঙ্গে যুক্ত প্রায় ২০ হাজার কর্মী। গত মাসে যখন ‘‌ক্রেবস অন সিকিউরিটি’‌ নামে একটি সংস্থা এই খবর প্রকাশ্যে আনে, তখন ফেসবুক জানিয়েছিল মাত্র কয়েকহাজার ব্যবহারকারীর পাসওয়ার্ড টেক্সট ফরম্যাটে রয়েছে। কিন্তু এরপর ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করে নেয়, কয়েক হাজার নয়, কয়েকলক্ষ ব্যবহারকারীর পাসওয়ার্ড এভাবে টেক্সট ফরম্যাটে রয়েছে। শুধু ইনস্টাগ্রাম নয়, ফেসবুক কিংবা ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের পাসওয়ার্ডও এই তালিকায় থাকতে পারে। জানা গিয়েছে, ২০১২ সাল থেকেই এটা হয়ে আসছে। তবে এর পাশাপাশি ফেসবুক আশ্বস্ত করেছে যে, ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখা হয়েছে। এবং এটা প্রমাণিত যে, ওই পাসওয়ার্ডের অপব্যবহার কখনই করা হয়নি। পাশাপাশি ফেসবুকের বাইরে এটি অন্য কারোর হাতেও পড়েনি। তবে একথা বললেও ইতিমধ্যে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।    

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.