Header Ads

আমার জগতে আপনাকে স্বাগতম

প্রাথমিক স্তর থেকে শুরু হবে প্রোগ্রামিং শিক্ষা

 প্রাথমিক স্তর থেকে শুরু হবে প্রোগ্রামিং শিক্ষা

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা প্রাথমিক স্তর থেকে শুরু হবে। এটি শুধু প্রোগ্রামার হওয়ার জন্য নয়; এটি শিশুর জীবনে যেকোনো সমস্যা মোকাবিলায় কাজে লাগবে। আগামী দিনের প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে গড়ে তুলতে হলে শিশুদের যুক্তিসংগত চিন্তাভাবনা করার সুযোগ দিতে হবে, সৃজনশীলতা তাদের মধ্যে তৈরি করতে হবে এবং সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে তাদের প্রস্তুত করতে হবে।

গতকাল বুধবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ইয়াংবাংলার যৌথ উদ্যোগে ‘জাতীয় শিশু–কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’–এর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘প্রোগ্রামিং শেখাটা প্রাথমিক স্তর থেকেই শুরু হবে। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে শিশু–কিশোরদের প্রোগ্রামিং টুর্নামেন্ট আমরা বাধ্যতামূলক করতে চাই। প্রোগ্রামিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শিশুদের ভবিষ্যতের জন্য তৈরি করছি। শিশুদের বর্ণমালা চেনানো যেমন জরুরি, ঠিক তেমনি তাকে প্রোগ্রাম শেখানো জরুরি।’

মন্ত্রী প্রশিক্ষণার্থীদের প্রতি তাঁদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিশুদের কল্যাণে কাজে লাগাতে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.